রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
স্বপ্নকে যেভাবে বাস্তবে পরিবর্তন করবেন
স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করবেন কিভাবে?
রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন আপনার সাব কন্সাস তথা অবচেতন মনকে । একটা লাল কালির কলমে লিখে ফেলুন আপনি যে স্বপ্ন দেখছেন কেন সেটা পূরণ করতে পারছেন না কি কি কারণে।একটা নতুন ডায়েরিতে আপনার স্বপ্ন ও সেটা পূরণ করতে না পারার পিছনের কারণগুলো লিখে ফেলুন।তারপর ঘুমিয়ে পড়ুন। এবার খেলাটা মস্তিষ্কের সে এই সমস্যাগুলোর সমাধান তৈরিতে কাজ করবে সারারাত।দেখবেন সকালে উঠে আপনার স্বপ্ন বাস্তবায়নের অনেক রাস্তা আপনি খুঁজে পেয়েছেন।
রাস্তা খুঁজে পাওয়ার পর ভো দৌড় দেওয়া চলবেনা, এবার একটা একটা করে সিড়ি তৈরি করতে হবে আগেই পরিকল্পনা করুন কতটা সিড়ি উঠলে আপনি চুড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই অনুযায়ী শুধুমাত্র একটাই সিড়ি বা স্টেপ পার করুন সেই লক্ষ্য নিয়ে।একটা সিড়ি পার করলে নিজেকে নিজে রিওয়ার্ড (নিজের পছন্দের যেকোন গিফট)দিন।এবং বলুন এইতো স্বপ্নের কাছাকাছি। তারপরের ফোকাস পরের সিড়িতে।এইভাবে একটি একটি করে সিড়ি তৈরি করে লক্ষ্যে পৌঁছাতে হবে।
স্বপ্ন বাস্তবায়নের জন্যে আপনাকে অনেক কিছুই ছাড়তে হতে পারে সেজন্য কখনোই নিজের সিদ্ধান্তকে ভুল হয়েছে এটা মনে করবেননা, নিজের সিদান্তকে অন্যের দ্বারা প্ররোচিত করবেননা এতে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন।আমার এক বন্ধু ছাত্রজীবনে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুইটাতেই সুযোগ পেয়েছিল কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল তখন ডাক্তার হবে।দশ বছর পর তার ই সমকক্ষ কোন বন্ধু ইঞ্জিনিয়ারকে যখন আমেরিকার বিলাশ বহুল লাইফ লীড করতে দেখে তার মনে হয় সবসময়ই সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল নচেত তার জীবন ও এমন হতে পারতো।এই ফ্রাস্ট্রেশনে সে সবসময় ভুগছে তাই নিজের সিদ্ধান্তকে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে করুন।নচেত আপনি আপনার গোলে পৌঁছাতে পারবেননা।
হাজারো মানুষ হাজারো মন তাদের হাজারো মতামত। এতো মানুষের মতামত আপনি শুনবেন কিন্তু সর্বোপরি নিজের মতামত নিন, আপনি কি চান? এই উত্তর আপনি খুঁজে পেলে আপনি আরো একটি ধাপ এগিয়ে গেলেন স্বপ্নের বাস্তবায়নের দিকে।
আমাদের সবসময়ই তিনটি হাত কাজ করে।নিশ্চয়ই বুঝে ফেলেছেন তিন নাম্বার হাত কোনটি।হ্যাঁ সেটা আমাদের অজুহাত। যখন আমরা কোন কাজে ব্যর্থ হই তখন আমাদের অজুহাতের অন্ত থাকেনা।তাই বাম,ডান হাত ঠিক রেখে অজুহাতটাকে বিচ্ছেদ করতে হবে।বিজয়ীরা কখনো অজুহাত দেয়না তারা সবসময় খুঁজে বের করে কি কি বিষয় তাকে আটকে রাখছে স্বপ্ন পূরণ করতে না পারার পিছনে।যেমনঃ সময়,এনার্জি,টাকা, ইচ্ছা,জ্ঞান, পর্যাপ্ত সহযোগিতা। এরপর তারা এসবের সমাধানে নেমে পড়ে।আপনিও তাই করুন।
স্বপ্ন বাস্তবায়নের জন্যে ওয়ান এন অনলি রুল হলো উইনার্স নেভার কুইট,কুইটার্স নেভার উইন।বিজয়ীরা কখনোই শেষ না দেখে ছাড়েনা।আর যারা শেষ অব্দি যায়না, ছেড়ে দেয় তারাই জীবনযুদ্ধে পরাজিত। তাই কখনোই আপনার স্বপ্নকে ছেড়ে যাবেন না।মুষ্টিযোদ্ধা মো আলী ক্লে বলেছেন আপনি আপনার একশো এক নাম্বার ঘুষিটা আপনার প্রতিপক্ষকে করুন দেখবেন বিজয় আপনার।তাই যখন ভাবছেন সকল শক্তি শেষ তার মধ্যেও শরীরের সর্বশক্তি নিয়ে শেষ চেষ্টা করুন স্বপ্ন আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য।আমি আমার জীবনের ছোট ছোট, মাঝারি অনেক স্বপ্নকে এইভাবেই ছুঁয়েছি। বড় স্বপ্নের জন্যে সময়ের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। তাই সময়কেও গুরুত্ব দিন।একদিনে জিমে গিয়ে যেমন আরনল্ড সোয়ার্স নেগার হওয়া যাবেনা তেমনি কয়েকদিন পরিশ্রম করেও সাফল্য আসবেনা এরজন্যে একাগ্রভাবে লেগে থাকতে হবে।তাহলেই আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে।
এই বিষয়গুলো মেনে আপনি সফল হলে অবশ্যই আমাকে একটি বার্তা প্রেরণ করবেন আর লেখাটি যদি আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে সহায়ক হয় তবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই প্রত্যাশা।
শুভ কামনায়
সুজন নীল
সাইকোলজিস্ট
একশন কন্ট্রা লা ফা (ফ্রান্স)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
মা দিবসে উপলব্ধি
মা দিবসে উপলব্ধি-সুজন নীল আপনি যখন একা জীবন যাপন করবেন তখন অনুধাবন করবেন ঘরের কাজগুলো ফেলনা নয় এই রান্নাবান্না, থালাবাসন মাজা,কাপড়চোপড় ধ...
-
সুস্মিতা সুজন নীল জগতে যে সব নারীরা অনেক সুন্দর করে হাসতে পারে, সেসব নারীদের জন্য আমার এই কবিতা ...।। মানুষের নামের সাথে কি...
-
স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করবেন কিভাবে? রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন আপনার সাব কন্সাস তথা অবচেতন মনকে । একটা লাল কালির কলমে লিখে ফে...
-
নেতায় সয়লাব দেশ সুজন নীল রচনার কাল- ২৬/৯/১৭ নেতায় নেতায় আজ সয়লাব হয়ে গেছে দেশ আজকাল যেন কারখানায় উৎপাদিত হচ্ছে নেতার বেশ। ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন