রবিবার, ৯ মে, ২০২১
মা দিবসে উপলব্ধি
মা দিবসে উপলব্ধি-সুজন নীল
আপনি যখন একা জীবন যাপন করবেন তখন অনুধাবন করবেন ঘরের কাজগুলো ফেলনা নয় এই রান্নাবান্না, থালাবাসন মাজা,কাপড়চোপড় ধোঁয়া এই কাজগুলো আমাদের বেশিরভাগ পুরুষদের চোখে বড় না হয়ে উঠার কারণ- প্রায়শই আমরা কাজগুলো করিনা, করে থাকে নারীরা।আর প্রায় পুরুষের মুখে শোনা যায় আরে এগুলো এমন কি কাজ।বিশ্বাস করেন আপনি একজন পুরুষ একা জীবনযাপন করে না থাকলে কখনোই অনুধাবন করতে পারবেননা এই কাজগুলো কতটা আরামদায়ক নয়। এই আমার কথায় ধরুন মজার মজার রান্না করে খাওয়ার পর ইচ্ছে করেনা আর থালা বাসন মাঝার। যেদিন অলসতা করে ধোঁয়া মোচা হয়না তারপরের দিন টের পাই রান্নাঘরের কি জঘন্য অবস্থা।আর খাওয়াদাওয়ার পরপরই এই ধোঁয়ার কাজটা হরহামেশাই করে থাকেন আমাদের মায়েরা, বোনেরা বউ য়েরা।বিল গেটস তার একটা বক্তব্যে বলেছিল রাতের খাবারের পর সবচেয়ে কঠিন কাজটা তিনি করেন এই থালাবাসন ধোঁয়ার কাজ, যারা তার কথায় ট্রোল করছেন বিশ্বাস করেন গোলাম হোসেন কথা একেবারে সত্যি বিশ্বাস না হলে একমাস করে দেখুন চ্যালেঞ্জ করলাম আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ ধোঁয়া মোচা করতে আমার কোমর ধরে যায়।
আগেরদিন ভেবে রেখেছিলাম সকাল ১০ টার গাড়ি ধরবো কিন্তু মিস করলাম কেন জানেন যাওয়ার আগে পুরো ঘরটা পরিষ্কার করা আধোঁয়া জিনিসপত্র ধুয়ে রাখা এইসব করতে করতে। আপনি এসব বুঝবেন না যদি না আপনি কাজগুলো না করেন। অথচ আমরা নারীদের ট্রোল করি ২ মিনিটের কথা বলে তারা ২ ঘন্টা সাজে। ভাই তারা শুধু সাজে না আপনার সংসার বলা মানুষগুলোর সংসারটাও সাজিয়ে গুছিয়ে তারপর বের হয় বেড়াতে যাওয়ার জন্যে। বিশ্বাস করেন আপনি যেদিন বলবেন চলো দুজনে মিলে ঘরের কাজগুলো করে তারপর বেড়িয়ে পড়ি দেখবেন সেইদিন থেকে তাদের ২ মিনিট মানে ২ ঘন্টা মনে হবেনা আপনার। বিশ্বাস হচ্ছেনা চ্যালেঞ্জ করলাম আগামী একমাস করে দেখুন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন।
চাকরির কাটুনি এরপরে ঘরের সবকাজ করার পর আমার আর ইচ্ছে করেনা ক্যারিয়ার ভাবনা ভাবতে, ইচ্ছে করেনা একটু নতুন কোর্স করতে, ইচ্ছে করে ঘুমাতে কিন্তু এই ইচ্ছেকে জলাঞ্জলি দিয়েও নতুন কিছু শিখতে ঘুমটাকে ত্যাগ করি।বিশ্বাস করেন একজন নারীও অফিস থেকে আসার পর বাসার সব কাজ করে সে ও ক্লান্ত তার আর ইচ্ছে করেনা আমার মতো ক্যারিয়ার ভাবনা ভাবতে, নতুন কিছু শিখতে তারপরও নারীরা সব কষ্টকে পরাভূত করে নতুন কিছু শিখছে, ক্যারিয়ারে ভালো করছে।আমার পরিচিত অনেক নারীকে চিনি যারা ঘর সংসার, লাইফপার্টনার,সন্তান সন্ততি সব কিছুকে সামাল দিয়েও তারা কি দারুণ দক্ষতায় শীর্ষে আরোহন করছে। তারা আমার কাছে নমস্য, দেবী তুল্য।মাঝেমধ্যে ভাবি তাদের মাঝে কি এক্সটা পাওয়ার আছে?তারপরে ও আমরা ট্রোল করি মেয়েতো উপর মহলকে তেল মেরে প্রমোশনটা /চাকরী ভাগিয়ে নিয়েছে। বিশ্বাস করেন তেল মশলা সব দিয়ে যদি কাঙ্ক্ষিত জায়গাটা পেতাম কসম রাঁধুনির সব তেল মশলা বাজারে পেতেন না।আর যদি বিশ্বাস না হয় যোগ্যতা ছাড়া চেষ্টা করেই দেখুন।
আমাদের সমাজ ব্যবস্থায় নারীর সবচেয়ে সম্মানের জায়গাটি কেবল মা।কেবল নিজের মা।একবার কি ভেবেছেন আপনার স্ত্রী আপনার সন্তানের মা,আপনার বোন আপনার ভাগনে ভাগ্নির মা, আপনার কলিগ তিনিও কারো না কারো মা,আবার তারা সকলেই নারী।তাহলে মায়ের সম্মানটা সকল নারীর প্রাপ্য।আমার কাছে মা মানে একটা অনন্য স্থান, যে নারী সন্তান জন্মদানের সময় মারা গিয়েছেন সেই সন্তানের লালনপালন যদি পুরুষ করেন তাহলেই সে সন্তানের মা ঐ পুরুষ। মাকে কেবল আমরা নারীকেন্দ্রিক করে রেখেছি আমাদের সমাজ ব্যবস্থায়।যদি আপনি আমার সাথে একমত হন তাহলে বিষয়টি দাঁড়ায় নারী মানে মা,মা মানে যিনি শিশুর বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ পুরুষ যে সন্তানের মায়ের ভূমিকায়।
তাহলে সূত্র দাঁড়ায় নারী= মা,পুরুষ =মা অর্থাৎ নারী=পুরুষ =মা।
আজ মা দিবসে সকল নারীর প্রতি সম্মান প্রদর্শন মানেই নিজেকে সম্মানিত করা।মানব জাতিকে সম্মানিত করা।
চলুন সমতার সমাজ গড়তে আমাদের মানসিকতাকে উন্নয়ন করি এবং নারীকে তার প্রাপ্য সম্মান ও মর্যাদা দিয়ে নিজে সম্মানিত হই।এই প্রকাশনাটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার অনুপ্রেরণায় হবে আমার পরবর্তী ভাবনার খোরাক।
শুভকামনায়
সুজন নীল
Aa
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
মা দিবসে উপলব্ধি
মা দিবসে উপলব্ধি-সুজন নীল আপনি যখন একা জীবন যাপন করবেন তখন অনুধাবন করবেন ঘরের কাজগুলো ফেলনা নয় এই রান্নাবান্না, থালাবাসন মাজা,কাপড়চোপড় ধ...
-
সুস্মিতা সুজন নীল জগতে যে সব নারীরা অনেক সুন্দর করে হাসতে পারে, সেসব নারীদের জন্য আমার এই কবিতা ...।। মানুষের নামের সাথে কি...
-
স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করবেন কিভাবে? রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন আপনার সাব কন্সাস তথা অবচেতন মনকে । একটা লাল কালির কলমে লিখে ফে...
-
নেতায় সয়লাব দেশ সুজন নীল রচনার কাল- ২৬/৯/১৭ নেতায় নেতায় আজ সয়লাব হয়ে গেছে দেশ আজকাল যেন কারখানায় উৎপাদিত হচ্ছে নেতার বেশ। ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন