সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে শিশুর দশ প্রকারের খেলার গুরুত্ব
আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে শিশুর দশ রকমের খেলা সম্পকে আজকে আপনাদের জানাবো।
আন অকুফাইড প্লে
এধরনের খেলা শিশুকে লক্ষ্যবস্তু ব্যতীত শারীরিক নড়াচড়া করতে সহায়তা করে এতে করে শিশুর ভবিষ্যতে সব অঙ্গ সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করবে।এতে করে শিশু প্রানবন্ত ও কর্মতৎপর হয়ে উঠবে।
সলিটারি/ইন্ডিপেন্ডেন্ট প্লে
এই ধরনের খেলা শিশুকে একাকি থাকতে সহায়তা করে এবং এতে করে শিশু পরনির্ভরশীল না হয়ে স্বনির্ভর হয়ে উঠে।শিশু শেখে নিজেকে নিজে কি করে আনন্দিত করবে এবং নিজের প্রতি যত্নশীলতা। যেসব পরিবারে মা বাবা উভয়েই চাকুরীজীবি সেসব পরিবারের শিশুদের বেড়ে উঠার ক্ষেত্রে এ ধরনের খেলা খুবই গুরুত্বপূর্ণ।
অনলুকার প্লেঃ যখন একটি বাচ্চা খেলা করে এবং আরেকটি বাচ্চা খেলাটি দেখে সেই দেখাটাই হলো অনলুকার প্লে।অনলুকার প্লেতে শিশু সরাসরি খেলাতে অংশগ্রহণ করেনা কিন্তু গভীরভাবে অন্য শিশুকে পর্যবেক্ষণ করে। এর মাধ্যমে শিশুর ইমিটেশন স্কিল ও মনোযোগ দক্ষতা বৃদ্ধি পায়।
পেরালাল প্লেঃ যখন দুইটি শিশু পাশাপাশি খেলা করে এবং একে অন্যকে মিমিক বা অনুকরণ করতে থাকে সাথে সাথে একে অন্যের আচরণগুলো আয়ত্ব করে থাকে তাই পেরালাল প্লে তে শিশুর খেলার সঙী খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে আচরণগুলো শিশুর আয়ত্বে আনতে চান তা এই প্লে তে একজন শিশুর মতো রোল প্লে করে শিশুর আচরণে ব্যাপক প্রভাব ফেলতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভেতরের শিশুটিকে জাগিয়ে তুলতে হবে।
এসোসিয়েটিভ প্লেঃ এক্ষেত্রে আলাদাভাবে শিশু খেললে ও তাদের খেলার বিষয়টি একিই থাকে এবং একে অন্যের সহযোগী হয়ে ওঠে।যেমন ব্লক দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি এর মাধ্যমে শিশুরা শেখে সামাজিকীকরণ, জঠিল সমস্যার সমাধান, অন্যের প্রতি সহযোগিতার মনোভাব, ভাষাগত দক্ষতা। আপনি যদি আপনার শিশুর মধ্যে এই স্কিলগুলো আনতে চান তাহলে তাকে এসোসিয়েটিভ প্লে তে উৎসাহিত করে তুলুন।
কোওপারেটিভ প্লেঃশিশু যখন একসাথে একিই উদ্দেশ্য সাধনের জন্যে খেলে সেটাই কোওপারেটিভ প্লে।এই ধরনের খেলা শিশুর সামাজিক দক্ষতা ও সহযোগিতার মধ্যে যোগসূত্র তৈরি করতে শেখে।ভবিষ্যতে শিশুকে ম্যাচিউর করতে এধরণের খেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।যেমনঃদাবা খেলা, ছক্কারবোর্ড।
ড্রামাটিক / ফ্যান্টাস্টিক প্লেঃ শিশু নানা ধরনের সাজসজ্জা, পোশাক ও অঙ্গভঙ্গি মাধ্যমে এই ধরনের খেলা করে থাকে।এই ধরনের খেলার মাধ্যমে শিশু সামাজিক হয়ে ওঠে এবং সহযোগী মনোভাব অর্জন করতে শেখে।রোল প্লেয়িং এর মাধ্যমে শিশু বৃহৎ পরিসরে সামাজিকীকরণ শেখে।এই ধরনের খেলার মধ্য দিয়ে শিশুর বৃহত্তর পরিসরে ভাষাগত দক্ষতা অর্জন সম্ভব। এক্ষেত্রে আমি রাশিয়ার বেলা নামের চার বছরের শিশুর উদাহরণ দিতে পারি যে মাত্র চার বছর বয়সেই সাতটি দেশের আন্তর্জাতিক ভাষায় ভাব বিনিময় করতে সক্ষম।
কম্পিটেটিভ প্লেঃ এই ধরনের খেলার মাধ্যমে শিশু নিয়মনীতি শেখে যা তাকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে এবং অন্যের প্রতি সহমর্মি হতে শেখায়।এবং একটি দলের অংশ হিসেবে তার কেমন আচরণ করা উচিত তা সে এই ধরনের খেলার মাধ্যমেই শিখে থাকে।যেমনঃ ফুটবল/ক্রিকেট এই ধরনের খেলাগুলো থেকে শিশু এই বিষয়সমূহ শিখতে পারে।
ফিজিক্যাল প্লেঃ শিশুরা শারিরীক কসরতের মাধ্যমে যে খেলা করে থাকে তাই ফিজিক্যাল প্লে।এই ধরনের খেলার মাধ্যমে শিশুর পেশি উন্নত হয় এবং শিশুর হাড় সুগঠিত হয় ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিকতা বজায় থাকে,দেহের বৃদ্ধি দ্রুত হয়।শিশুর চলনের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখে।যেমনঃ বড় চলনের/ মুভমেন্টের ক্ষেত্রে( gross Motor) ও ছোট চলনের/ মুভমেন্টের ক্ষেত্রে(fine Motor) এর উন্নয়ন হয়ে থাকে।
আমার লেখাটি আপনার উপকারে আসলেই আমার লেখা স্বার্থক বলে মনে করবো, যদি আপনি উপকৃত হোন তবে কমেন্ট করে জানান এবং অন্যকে শেয়ার করে জানতে সহযোগিতা করুন কেননা অন্যকে সহযোগিতা করার মধ্যেই প্রকৃত আনন্দ।
সুজন নীল
সাইকোলজিস্ট
একশন কন্ট্রা লা ফা (ফ্রান্স)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
মা দিবসে উপলব্ধি
মা দিবসে উপলব্ধি-সুজন নীল আপনি যখন একা জীবন যাপন করবেন তখন অনুধাবন করবেন ঘরের কাজগুলো ফেলনা নয় এই রান্নাবান্না, থালাবাসন মাজা,কাপড়চোপড় ধ...
-
সুস্মিতা সুজন নীল জগতে যে সব নারীরা অনেক সুন্দর করে হাসতে পারে, সেসব নারীদের জন্য আমার এই কবিতা ...।। মানুষের নামের সাথে কি...
-
স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করবেন কিভাবে? রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন আপনার সাব কন্সাস তথা অবচেতন মনকে । একটা লাল কালির কলমে লিখে ফে...
-
নেতায় সয়লাব দেশ সুজন নীল রচনার কাল- ২৬/৯/১৭ নেতায় নেতায় আজ সয়লাব হয়ে গেছে দেশ আজকাল যেন কারখানায় উৎপাদিত হচ্ছে নেতার বেশ। ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন