বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

করোনাতে করনীয়

করোনাতে করনীয়
সুজন নীল

আতংক নয় ,চাই জনসচেতনতা
মানবো নিয়ম বাংলার সর্বজনতা।
বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে
সাবান পানি দিয়ে হাত ধুতে হবে
বাঁচতে হলে থাকবো ঘরে
লাগলে কিছু আনবো প্রশাসনকে ফোন করে
করোনায় কেউ আক্রান্ত হলে
মানবতার তরে যাবনা দূরে সরে
আইসোলেট করবো তারে
ফোনে শক্তি সাহস দেব
সমবেদনা ভরে।।
লক্ষণ যদি দেখতে পাই নিজের অথবা প্রিয়জনের
সেবা, মানসিক শক্তি হবো তার প্রতিক্ষণের।
চৌদ্দদিনের কোয়ারেন্টাইনে তারে রাখবো ঘরে
স্বযতনে ঘরের দরজা বন্ধ করে।
বাঁচতে হলে আতংক নয় চাই মানসিক শক্তি
মানুষ  মানুষের জন্যে মানুষকে ভক্তি।। 
শিশু থেকে বৃদ্ধ ভয় পাচ্ছে করোনা
তাদের আমরা নেভেটিভ খবর শোনাবোনা।
শোন তরুন ভাই ও বোন
ঘরে থাকি তৈরি করি ক্রিয়েটিভ জোন।
মানি সকল আইন ও গাইডলাইন
হয়তো তুমিও হবে আইনস্টাইন।।
দোহাই তোমায় যেওনা আজি ঘরের বাহিরে
বলা কি যায় তোমার সাথেই করোনা আসবে ফিরে।
যদি ভালোবাসো নিজের পরিবার
এখন ঘরের কাজে কর সময় পার।।
বাঁচতে হলে করতে হবে ব্যায়াম ও মেডিটেশান
এতেই তো বেড়ে যাবে অটো হিলিং সিস্টেম ।
নিয়মিত অনুশীলনে শেষ হবে শরীরের লুকানো বিষ
আমরা ও হটিয়ে দেব মহামারী কোভিড -১৯।
চলো সকল ভেদাভেদ ভুলে ভয় করি ক্ষয়
এসো মানূষ, বলি হোক মানবতার জয়।।
১৬/০৪/২০২০
জনস্বার্থে ছড়াটি শেয়ার করতে পারেন অনুমতি দেওয়া হলো।

কোন মন্তব্য নেই:

মা দিবসে উপলব্ধি

মা দিবসে উপলব্ধি-সুজন নীল আপনি যখন একা জীবন যাপন করবেন তখন অনুধাবন করবেন ঘরের কাজগুলো ফেলনা নয় এই রান্নাবান্না, থালাবাসন মাজা,কাপড়চোপড় ধ...