শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

স্কুল



স্কুল

সুজন নীল

রচনার কাল- ২৩/৬/২০০০

স্কুল সেতো
                মধুর  চেয়ে মিষ্টি,
ঠিক যেন ঐ শ্রাবনের
                বাঁধনহারা বৃষ্টি।
স্কুল সেতো
                ভ্রাতৃত্বের বন্ধন,
করছি মোরা
                  জ্ঞানের অন্বেষণ।
স্কুলটা মনে হয়
                      দুধের মত সাদা,
যাতে নাই কোন
                       দু:খ ক্লেশের কাদা।
আছে শুধু
               শিক্ষকের 
আদর, মমতা
                    আর ভালোবাসা।
স্কুলে নাই কোন
              গরীব ধনীর ভেদাভেদ,
আশির্বাদ সেও
                     শিক্ষক প্রহারেন বেত।
স্কুলটা কখনো
                     নয়তো বৃথা
গড়িছে হেথা
                   আগামীর জাতির নেতা।

কোন মন্তব্য নেই:

মা দিবসে উপলব্ধি

মা দিবসে উপলব্ধি-সুজন নীল আপনি যখন একা জীবন যাপন করবেন তখন অনুধাবন করবেন ঘরের কাজগুলো ফেলনা নয় এই রান্নাবান্না, থালাবাসন মাজা,কাপড়চোপড় ধ...