তুই
সুজন নীল
তোর জন্যে কবি হয়ে কাব্য লিখি দিবানিশি
তোর স্বপ্নে কবিতা হয়ে তোর ভিতরে মিশি।।
তোর স্বপ্নে কবিতা হয়ে তোর ভিতরে মিশি।।
তুই যে আমার ভালোবাসার অথৈ জলে নদী
তোর বুকেতে নৌকো হয়ে থাকবো নিরবধি।।
তোর বুকেতে নৌকো হয়ে থাকবো নিরবধি।।
তোর জন্যে স্বস্বপ্ন চোখে থাকি আমি নির্ঘুম
কোন সে রাতে তোর আদরে কপালজুড়ে চুম।।
কোন সে রাতে তোর আদরে কপালজুড়ে চুম।।
তুই যে আমার প্রাণের ভিতর উতালপাতাল মন
বুকের উপর কান পেতে তুই ভালোবাসি শোন।।
বুকের উপর কান পেতে তুই ভালোবাসি শোন।।
তোর ভিতরে আমায় দেখি,আমার মাঝে তুই
ভালবাসার দিব্যি দিয়ে এক হয়েছি দুই।।
ভালবাসার দিব্যি দিয়ে এক হয়েছি দুই।।
তুই কে আমার জগৎ জানে জানলিনারে তুই
তুই ছাড়া যে আজো আমি একলা ঘরে একলা একলা শুই।।
তুই ছাড়া যে আজো আমি একলা ঘরে একলা একলা শুই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন